আলিয়ঁস ফ্রঁসেজের পুতুলনাট্য বিষয়ক কর্মশালা

| বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের উদ্যোগে পুতুলনাট্য বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালা গত ২২২৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা পরিচালনা করেন লরি কান্নাক।

কর্মশালার কার্যক্রমের মধ্যে ছিল ছাঁচ নেওয়ার প্রক্রিয়া (মোল্ডিং), কাঁচামাল অন্বেষণ, দেহপুতুলের মৌলিক ধারণা আবিষ্কার, মুখোশের পজিটিভ তৈরি এবং ব্যক্তিগত বিষয়ে ভিত্তি করে নাট্যনির্মাণ সংক্রান্ত ধারণা অন্বেষণ, মুখোশ রঙ করা এবং দেহ নির্মাণের জন্য উপাদান ও গতির ব্যবহার। কর্মশালায় অংশগ্রহণ করেন চবি চারুকলা ইনস্টিটিউট ও নাট্যকলা বিভাগের সদস্যগণ এবং থিয়েটার গ্রুপ ফেইমের প্রতিনিধিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভা
পরবর্তী নিবন্ধএকুশে পদকের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান