আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে ১৯ মার্চ শুরু হচ্ছে ফ্রাঙ্কোফোনি উৎসব

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

আলিয়স ফ্রঁসেজ চট্টগ্রামএর উদ্যোগে আগামী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ ফ্রাঙ্কোফোনি উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে থাকছে ডকুমেন্টারি ফিল্ম উৎসব, কবিদের স্বরচিত কবিতা পাঠ এবং নাটক। ১৯ মার্চ দুপুর ৩ টায় স্বরচিত কবিতা পাঠ করবেন চট্টগ্রামের খ্যাতিমান কবিবৃন্দ। ল প্রাঁত দ্য পোয়েত (কবিদের বসন্ত) উদযাপনের অংশ হিসেবে কবিতা আয়োজনের মূল প্রতিপাদ্য হলো : ‘আগ্নেয়গিরির কবিতা’। ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে প্যারিসে বসবাসকারী নির্মাতাদের মাধ্যমে বিপ্লবী সময়কাল এবং তাদের পরবর্তী ঘটনাগুলোর উপর ডকুমেন্টারি প্রদর্শিত হবে, যারা তাদের নিজ নিজ দেশে এই পরিস্থিতি আবিষ্কার করেছেন। মি. আমিরুল আরহামের নির্মিত জুলাই ২৪ বিপ্লব নামে একটি ফিল্ম থাকবে। এই চলচ্চিত্রটির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন মি. আমিরুল আরহাম। ফিল্মগুলো নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী প্রদর্শিত হবে : জুলাই ২৪ বিপ্লব : আমিরুল আনাম ২০২৪ ডকুমেন্টারি ফ্রান্স বাংলাদেশ ‘মাই ইম্যাজিনারি কান্ট্রি প্যাট্রিসিও গুজম্যান ২০২২ ডকুমেন্টারি ফ্রান্স/ চিলি অমলমোহাম্মদ সিয়াম ২০১৭ ডকুমেন্টারি ফ্রান্স/ মিসর। জুলাই ২৪ বিপ্লব : মাই ইমাজিনারি কান্ট্রি ২০ মার্চ বিকেল ৩টা ১৮ মিনিট ফ্রান্স/ বাংলাদেশ। ২১মার্চ ২০২৫ বিকেল ৩টা ৮৩ মিনিট ফ্রান্স/ চিনি। ২৩ মার্চ ২০২৫ এ থিয়েটার ইন্সস্টিটিউট চট্টগ্রামে পরিবেশিত হবে নাটক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই
পরবর্তী নিবন্ধহালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের মানববন্ধন