চট্টগ্রাম আদালতের অদূরের মেথরপট্টি এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় অভিযুক্ত আরো ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে মেথরপট্টি এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এদিকে গ্রেপ্তার পরবর্তী ওই ১১ জনকে আদালতে হাজির করা হলে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদীর আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম দৈনিক আজাদীকে বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকে আলিফ হত্যা মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তার ১১ আসামি হলেন, প্রেম নন্দন দাশ, রণব দাশ, বিধান দাশ, বিকাশ দাশ, রুমিত দাশ, রাজ কাপুর, সামির দাশ, শিবকুমার দাশ, ওম দাশ, অজয় দাশ ও দেবী চরণ। তারা মেথরপট্টি এলাকার বাসিন্দা।
আদালত সূত্র জানায়, এর আগে আলিফ হত্যা মামলার প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত সাতটি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে কোতোয়ালী থানায় ৬টি ও আদালতে একটি মামলা দায়ের হয়। পুলিশ জানায়, কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে পুলিশ বাদী হয়ে ৭৯ জনের নামে তিনটি, আলিফের বাবা বাদী হয়ে ৩১ জনের নামে একটি (হত্যা মামলা) ও তার ভাই বাদী হয়ে ১১৬ জনের নামে একটি ও মোহাম্মদ উল্লাহ নামের এক ব্যবসায়ী ২৯ জনের নামে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মো. এনামুল হক নামের একজন বাদী হয়ে ১৬৪ জনের নামে আদালতে আরো একটি মামলা দায়ের করেছেন। আদালত সেটি কোতোয়ালী থানাকে তদন্তের নির্দেশ দেন।