আলিফ হত্যাসহ ৫ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৪:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাশের জামিন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম এ আদেশ দেন।

মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, চিন্ময়ের জামিন চেয়ে তার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য আবেদন করলে বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করেন। নগরীর নিউমার্কেট মোড়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত বছরের ৩১ অক্টোবর চিন্ময় দাশের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়। দণ্ডবিধির ১২০()/১২৪()/১৫৩()১০৯/৩৪ ধারায় মামলাটি দায়ের হয়। কোতোয়ালী থানায় দায়ের হওয়া উক্ত রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। তার পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে সেদিন একটি আবেদন করেন। শুনানি শেষে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ নিয়ে সংঘাত হয় এবং আইনজীবী আলিফ খুন হন। আদালত পাড়ায় ওইদিনের সংঘাত ও খুনের ঘটনায় সাতটি মামলা হয়েছে।

এর মধ্যে কোতোয়ালী থানায় ৬টি ও আদালতে একটি মামলা দায়ের হয়। পুলিশ জানায়, কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে পুলিশ বাদী হয়ে ৭৯ জনের নামে তিনটি, আলিফের বাবা বাদী হয়ে ৩১ জনের নামে একটি (হত্যা মামলা) ও তার ভাই বাদী হয়ে ১১৬ জনের নামে একটি ও মোহাম্মদ উল্লাহ নামে এক ব্যবসায়ী ২৯ জনের নামে একটি মামলা দায়ের করেন। এছাড়া মো. এনামুল হক নামে একজন বাদী হয়ে ১৬৪ জনের নামে আদালতে আরো একটি মামলা দায়ের করেন। আদালত সেটি কোতোয়ালী থানাকে তদন্তের নির্দেশ দেয়। আদালতসূত্র জানায়, গত ১ জুলাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসসহ ৩৮ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ। চার্জশিটভুক্ত বাকি ৩৭ জন হলেন, চন্দন দাশ মেথর, রিপন দাশ, রাজীব ভট্টাচার্য্য, শুভ কান্তি দাশ, আমান দাশ, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত প্রকাশ রমিত দাস, রুমিত দাশ, নয়ন দাশ, ওমকার দাশ, বিশাল, লালা দাশ, সামীর, সোহেল দাশ, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, লালা মেথর, দুর্লভ দাশ, সুমিত দাশ, সনু দাস, সকু দাশ, ভাজন, আশিক, শাহিত, শিবা দাস ও দ্বীপ দাশ। এদের মধ্যে চিন্ময় দাশ, চন্দন দাশ, রিপন দাশ, রাজীব ভট্টাচার্য্য, আমান দাশ, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত, নয়ন, সামীর, শিব কুমার, ওম দাস, অজয়, দেবী চরণ, দুর্লভ, সুমিত দাশ ও সনু দাস বর্তমানে কারাগারে আছেন। বাকিরা পলাতক।

পূর্ববর্তী নিবন্ধযানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান
পরবর্তী নিবন্ধপটিয়ায় পোশাক কারখানা শ্রমিকদের বিক্ষোভ