রজভীয়া আজিজিয়া তৌছিফিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইমাম আ’লা হযরত স্মৃতি বৃত্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। কর্ণফুলী এ.জে. চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং জামেয়া রজভীয়া আজিজিয়া দরসে নেজামী মডেল মাদরাসা ক্যাম্পাসে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত স্কুল মাদরাসার ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির ১২শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ বৃত্তি পরীক্ষায় সব শিক্ষার্থীকে যথাসময়ে অংশগ্রহণ করার জন্য ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মুফতি আবু ছাদেক রেজভী অনুরোধ জানিয়েছেন।












