শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আলা হযরতের দর্শন মানবতার মুক্তির দিশারী। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ইসলামের মৌলিক বিষয়ের উপর যখনি আঘাত হেনেছে তাৎক্ষণিক লেখনি ও বক্তব্যের মাধ্যমে তার জবাব দিতে সময়ক্ষেপন করেননি। গতকাল বিকালে শাহজাহানপুরস্থ গাউছুল আযম জামে মসজিদে আ’লা হযরত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইমামে আযম ও আলা হযরত গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ অছিয়র রহমান আলকাদেরী। এতে স্বাগত বক্তব্য রাখেন পিএইচপির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন শাহ আহসানুজ্জামান। সংগঠনের আহ্বায়ক উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হকের উপস্থাপনায় আলোচনা করেন ড. মাহবুবুর রহমান, ড. মোহাম্মদ আবদুল অদুদ, মুফতি মাহমুদুল হাসান কাদেরী, হাফেজ মুনিরুজ্জামান কাদেরী, অ্যাডভোকেট মাহবুব উল আলম আশরাফী, মোহাম্মদ শাহ আলম, মাওলানা হাফিজুর রহমান, ম ম ম জিলানী, মাওলানা ছোলাইমান খান রাব্বানী, ড. মাসুম বাকি বিল্লাহ, আবদুল মালেক বুলবুল, ড. মুহাম্মদ নাসির উদ্দীন, মাওলানা মুখতার রেযা মাসুমী, মাওলানা মুহি উদ্দীন হামেদী, কাজী মুবারক হোসেন ফরায়েজী, হাফেজ মাওলানা ওয়ালী উল্লাহ আশেকী, মাহবুব উল্লাহ আলকাদেরী, মাওলানা নাজমুস সাদাত ফয়েজী, অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।