আলাদা দেহ পেতে লাবিবা-লামিসার অপেক্ষা বাড়ল

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৮:৫০ পূর্বাহ্ণ

শারীরিক কিছু জটিলতার কারণে চিকিৎসকদের প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টাতেও জমজ শিশু লাবিবা-লামিসার জোড়া লাগা দেহ অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা যায়নি। দুই বছর আট মাস বয়সী দুই বোনের জোড়া লাগা দেহ আলাদা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অস্ত্রোপচার চলে। খবর বিডিনিউজের।
পরে সাময়িকভাবে অস্ত্রোপচার স্থগিত করে চিকিৎসকদের ৩২ সদস্যের দলের পক্ষ থেকে জানানো হয়, ছয় থেকে আট সপ্তাহ পর আবারও তারা চেষ্টা করবেন। চিকিৎসক দলের নেতৃত্বে থাকা শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ-উল হক কাজল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে সর্বশেষ পরিস্থিতি তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, সোমবারই তারা শিশু দুটিকে আলাদা করতে চেয়েছিলেন। কিন্তু অস্ত্রোপচারের সময় দেখা যায়, তাদের শরীরের কিছু অংশ খুবই কাছাকাছি হওয়ায় সেগুলোকে পৃথক করা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এখন তাদের আলাদা করতে গেলে দুটি শিশুর মধ্যে একজনের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা ছিল। তাই আমরা আজকের মত তাদের পৃথক না করার সিদ্ধান্ত নিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টা সম্প্রচারে যাচ্ছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র
পরবর্তী নিবন্ধজাওয়াদে চট্টগ্রামে কৃষিতে ক্ষতি সাড়ে ১১ কোটি টাকা