তুমি যেমন রাধা নহ, আমিও নই কানাইয়া, তোমার আমার প্রেমের কথা, লিখবেনা কেউ গ্রন্থে সাজাইয়া। কিংবদন্তী গীতিকার ও সুরকার সৈয়দ মহিউদ্দিনের অনবদ্য এক সৃষ্টি। আর এই সৃষ্টিকে শ্রুতিমধুর করে তুলেছেন চট্টগ্রামের জনপ্রিয় সংগীত শিল্পী আলাউদ্দিন তাহের। তার প্রেম লীলা শীর্ষক গানটি গতকালই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। আলাউদ্দিন তাহেরের দরদী কন্ঠে গানটি দারুন শ্রুতিমধুর হয়েছে। সংগীত প্রেমীরা এরই মধ্যে গানটি লুফে নিয়েছে। গানটির কথা এবং সুরের সাথে আলাউদ্দীন তাহেরের কন্ঠের যাদু মিলে যেন একাকার। চট্টগ্রামের জনপ্রিয় সংগীত শিল্পী আলাউদ্দিন তাহের দীর্ঘ দিন ধরে বেতার, টেলিভিশন এবং মঞ্চে গান করে দর্শক প্রিয়তা অর্জন করেছে। এরই মধ্যে তার বেশ কিছু গান বেরিয়েছে। করোনাকালে তার বেশ কয়েকটি সচেতনতামুলক গান চট্টগ্রামের মানুষকে করোনা থেকে বাঁচতে সহায়ক ভুমিকা পালন করেছে। তার দরাজ এবং দরদী কন্ঠ দর্শকদের মুগ্ধ করে। সংগীতকে জীবনের একমাত্র অবলম্বন করা আলাউদ্দিন তাহের সংগীত নিয়েই মানুষের মাঝে বেঁচে থাকতে চান। সংগীত শিল্পীদের নানা সংগঠনের দায়িত্বেও রয়েছেন আলাউদ্দিন তাহের। বিভিন্ন গুনী গীতিকার ও সুরকারের সাথে কাজ করা এই শিল্পী আগামীতে আরো বড় কাজ নিয়ে আসার প্রত্যাশা করছেন। প্রেমলীলা গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন শাকিরা।