মরহুম ডা. ফরিদ উদ্দিনের ৩য় পুত্র রাউজান থানার সুলতানপুর দারোগাবাড়ি নিবাসী আলহাজ মোহাম্মদ আইয়ুব (৮৩) গত ২ নভেম্বর স্থানীয় একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহে… .রাজেউন)। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ পুত্র ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। উল্লেখ্য, তিনি সাবেক মন্ত্রী মরহুম ডা. আফসারুল আমীনের মামা এবং দৈনিক আজাদীর সাবেক সম্পাদক মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদের চাচাতো ভাই। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় কাজির দেউড়ীস্থ নিজ বাসভবনে প্রথম জানাজা এবং সুলতানপুর দারোগা বাড়িতে বাদে আছর ২য় জানাজা শেষে পারিবারিকস্থানে তাঁকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।