আলহাজ্ব মোস্তফা হাকিম কিন্ডারগার্টেন ও হাইস্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

| বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত ও পরিচালিত উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কিন্ডারগার্টেন ও হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মেয়র এম. মনজুর আলম বলেন শিক্ষিত চরিত্রবান নাগরিক ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার সাথে সহ শিক্ষাও অর্জন করতে হবে।

তিনি জ্ঞান নির্ভর নাগরিক গড়ে তোলা এবং স্মার্ট বাংলাদেশের উপযোগী মানুষ গড়ে তোলার আহ্বান জানান। গত ১৩ ফেব্রুয়ারি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মৌসুমী দাশ। এতে মোস্তফাহাকিম কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর, ওয়েলফেয়ার নির্বাহী পরিদর্শক বাদশা আলম, সমাজসেবক নেছার আহমদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আবদুস সাত্তার মজুমদার ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২০টি ইভেন্ট এ ছাত্রছাত্রীরা অংশ নেন। পরে প্রধান অতিথি চসিক সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে নেন।

পূর্ববর্তী নিবন্ধমেলার জন্য যেন পলোগ্রাউন্ড মাঠ ব্যবহার করা না হয়
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেটে ইস্পাহানীর প্রথম জয়