আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

| শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:৩৯ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ২৫নং রামপুর ওয়ার্ড ও ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের দুস্থ অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র এম মনজুর আলম। তিনি বলেন, প্রতি বছরের মত এ বছরও গরিব অসহায় শীতার্তদের কথা চিন্তা করে নগরীর বিভিন্ন জায়গায় ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কম্বল বিতরণ করা হচ্ছে।
দুস্থ অসহায় মানুষেরা যাতে শীতকে মোকাবেলা করতে পারে, সেজন্য আমাদের এই আয়োজন। আর এভাবেই দীর্ঘ বছর ধরে মানবতার কল্যাণে এগিয়ে এসেছে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম, তাহের মনজুর কলেজের সাবেক অধ্যক্ষ বাদশা আলম, সিরাজুল ইসলাম চৌধুরী, মো. আলী ফজল, মো. বেলাল, মোহাম্মদ মিয়া, মো. ওমর, মো. শাহজাহান, ওয়াছেক জামিল, আব্দুর রাজ্জাক দুলাল, মো. মুরাদ, নওশাদ বিন ইব্রাহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা
পরবর্তী নিবন্ধজোনাল সেটেলমেন্ট অফিসার নজরুল চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা