আলমগীর খানকায় দাওয়াতে খায়র ইজতেমা শুরু

| শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

নগরীর ষোলশহর আলমগীর খানকাহ শরীফে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী দাওয়াতে খায়র ইজতেমার প্রথম দিবস ব্যাপক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতির মাধ্যমে গত বৃহস্পতিবার শুরু হয়েছে। পবিত্র কুরআনে করিম ও নাত রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া ইজতেমায় কেন্দ্রীয় ও জেলার মুয়াল্লিমবৃন্দ বয়ান করেন। এসময় আওলাদ রাসুল পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মজিআ) অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইসলামের মূল স্তম্ভ ঈমানের পরেই নামাজ, রোজা, হজ্ব ও যাকাত। ব্যক্তি জীবনে এগুলো যথাযথভাবে পালন করা আবশ্যক। কিন্তু এসব আমলে সালেহ পালনে যে শরীয়তে বিধান ও নিয়ম রয়েছে তা সঠিকভাবে না জানার কারণে আমলগুলো আদায়ে ঘাটতি থেকে যায়, যা আমাদের সারাদিনের এবাদতকে অসার করে তুলে। আমরা ইসলামের আমলগুলো সঠিকভাবে প্রতিপালনের জন্য মুসলমানদের সচেতন করে তুলতে দাওয়াতে খায়র কর্মসূচি হাতে নিয়েছি। এর জন্য যে পরিকল্পনা নেয়া হয়েছে তা যথাযথ বাস্তবায়নে মুয়াল্লিমদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এ সময় হুজুর কেবলা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে আগ্রাসনসহ বিশ্ব মুসলমানদের করুনদশা তুলে ধরেন।

উল্লেখ্য, ইতোপূর্বে তিনদিন ব্যাপী দাওয়াতে খায়র মুয়াল্লিম প্রশিক্ষণ প্রোগ্রাম সমাপ্ত হয়। বৃহস্পতিবার দাওয়াতে খায়র মাসিক ইজতিমা শুরু হলো। প্রথম দফায় ১৭ থানার মধ্যে বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ মিলে ৫ থানা শাখার সৌজন্যে এ ইজতেমার আয়োজন হয়। এতে ওয়ার্ড পর্যায়ের সকল কর্মকর্তা এবং সকল ইউনিট মুয়াল্লিম অংশ নিয়েছেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মনজু, সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, ফিন্যান্স সেক্রেটারি কমর উদ্দিন সবুর, আনজুমান কেবিনেট সদস্য পেয়ার মোহাম্মদ কমিশনার, আনজুমান ট্রাস্টের কেবিনেট সদস্য মেহাম্মদ হোসেন খোকন, আনজুমান সদস্য নিয়াজ মাহমুদ, মুখপাত্র মোছাহেব উদ্দিন বখতিয়ার, আনজুমান রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা এম,এ মান্নান, অধ্যক্ষ আল্লামা মুফতি অসিয়র রহমান আলকাদেরী, আল্লামা মুফতি আবদুল ওয়াজেদ, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, মাওলানা এমরান হাসান কাদেরী ও মুয়াল্লিম মাওলানা আবুল হাশেম । উল্লেখ্য, দাওয়াতে খায়ের স্ট্যান্ডিং কমিটির সভাপতি সিরাজুল হক কিছুদিন আগে ইন্তেকাল করেন। তাঁর স্থলে হুজুর কেবলা সাবির শাহ (.জি. .) আনজুমান ট্রাস্টের সদস্য ও জামেয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ অসিয়র রহমান আলকাদেরীকে দাওয়াতে খায়ের স্ট্যান্ডিং কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করেন। ইজতেমার সফলতা ও মুসিলম মিল্লাতের শান্তি ও কল্যাণ কামনায় মুনাজাত করেন পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের জরুরি তৈজস; সম্মতি বনাম অনুমতি
পরবর্তী নিবন্ধবেগম খালেদা জিয়ার সাথে কোনো নেত্রীর তুলনা হয় না : গিয়াস কাদের