আলট্রামেরীন অ্যাওয়ার্ড শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মৃন্ময় আর্ট গ্যালারিতে আলট্রামেরীন অ্যাওয়ার্ড শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী গতকাল শুক্রবার শুরু হয়েছে। আলট্রামেরীন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর ও তাঁর স্ত্রী আমিনা বশীরের স্মৃতি রক্ষার্থে সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল দিয়ে প্রতিষ্ঠিত একটি উদ্যোগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিচারক ছিলেন চিত্রশিল্পী নাসিমা রুবী। বিশেষ অতিথি ছিলেন আলট্রামেরীনের পরিচালক শিল্পী তনয়া মুনিজা বশীর। আরো উপস্থিত ছিলেন ব্যাংকার কায়েস চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন মৃন্ময় আর্ট গ্যালারি কর্ণধার ভাস্কর সামিনা এম. করিম।

বক্তারা বলেন, মুর্তজা বশীরের সৃষ্ট ও কর্ম আগামী প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রতিযোগীতায় ছাত্রছাত্রীদের শ্রেণীভিত্তিক তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিকভাবে পঞ্চাশটির অধিক চিত্রকর্ম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে ২৭টি চিত্রকর্ম বিবেচিত হয়, যেগুলো প্রদর্শনীতে স্থান পেয়েছে। ‘ক’ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে প্রযুক্তা চক্রবর্তী, অনুরাগ দত্ত ও প্রসূন দাশ। ‘খ’ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে আলিফতিনা রিজওয়ান, মিফতাহুল জান্নাত ও সাইফুল ইসলাম জাওয়াদ। ‘গ’ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে অনুরূপ দে, প্রিমেল চক্রবর্তী ও মাফরুহা মাহমুদ। বিশেষ পুরুষ্কার পেয়েছে ফাইজানা ইসলাম ও সমর্পিতা দাশ। বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন শিক্ষাবর্ষের বই ছাপাতে কোনো ধরনের সংকট নেই : শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধসমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা