আলকরণ যুবক সমিতির মতবিনিময় সভা

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

নগরীর আলকরণ যুবক সমিতি ও রামঠাকুর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে রামঠাকুর মন্দিরের উন্নয়ন ও সংস্কারকল্পে এলাবাসীর সাথে মতবিনিময় সভা গত ১৫ সেপ্টেম্বর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আলকরণ যুবক সমিতির সভাপতি ও হ্যালো ডক্টরের প্রধান উপদেষ্টা ডা. সজীব তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন তপন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, আলকরণ ওয়ার্ড যুবলীগের সভাপতি তারেক ইমতিয়াজ ইমতু, আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মহানগর যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য সোহেল রানা, মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাঈনুল হক লিমন, বাংলাদেশ সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবত্তী লিংকন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শওকত হোসেন মুন্না, মো. নাসির উদ্দিন, মো. গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মানস কুসুম রায়, দীপক চৌধুরী, বাবুল মাস্টার, প্রকাশ পুরোহিত, আশীষ দাশ, রনজিত দে, পম্পি দাশ, সুমতি চৌধুরী, শিবু প্রসাদ দত্ত, খোকন দও, সৈকত দাশ, জীবন দে, আদিত্য দাশ জয়। পি.কে.সেন কম্পাউন্ড সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রিমন চক্রবর্তী ও আলকরন যুবক সমিতির সহসভাপতি সুমন দত্তের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিশ্বজিত সরকার, কাঞ্চন আচার্য্য, অমল দে, লিটন দাশ, দেবব্রত চৌধুরী দেবু, বিজয় দত্ত, শ্যামল দে, সোহেল আলম হিরু, বিজয় দাশ, জুয়েল দে, বটন চক্রবর্তী, গোবিন্দ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসায়রা ছিদ্দিক আইডিয়্যাল স্কুলে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
পরবর্তী নিবন্ধহারুয়ালছড়ি বিএনপির দোয়া মাহফিল