আলকরণ ওয়ার্ডে জামায়াতের উঠান বৈঠক

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেছেন, দেশের মানুষ জামায়াতে ইসলামীকে মনেপ্রাণে গ্রহণ করে নিয়েছে। দেশের মানুষ এখন জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। ৫ আগস্টের পরে একটি দলের নেতাকর্মীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয় হবে। তিনি গত ২৯ সেপ্টেম্বর আলকরনস্থ নূর আহমদ চেয়ারম্যান বাড়িতে চট্টগ্রাম৯ সংসদ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আজগর হাসান। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ওয়াসি উদ্দিন আনসারী, মাঈনুদ্দিন,লায়েব আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া হক কমিটি নুর আলী মিয়ার হাট শাখার অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধঢোলবাদক বিনয়বাঁশীকে নিয়ে নানা আয়োজন