আলকরণে সীরাতুন্নবী (সা.) মাহফিল

| শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৮:৫৩ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, পাশ্চাত্যের ঘুণেধরা প্রচলিত শিক্ষা ব্যবস্থা আজ যুুবকদেরকে মাদক, সন্ত্রাস ও খুন-খারাবির দিকে ঠেলে দিচ্ছে। এই বীভৎস ও ঘৃণিত কর্মকান্ড থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হলে কুরআন হাদিস তথা দ্বীনি শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, আল কুরআনেই রয়েছে নৈতিক ও উন্নত গুণাবলীর অপূর্ব ভান্ডার। মাওলানা নূরী গতকাল নগরীর আলকরণস্থ একটি কমিউনিটি সেন্টারে এক সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে এ কথা বলেন।
মুনির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো বক্তব্য রাখেন আলকরণ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান। অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ সালাহউদ্দীন, মাওলানা মুহাম্মদ আবু তাহের ও মাওলানা মিজানুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রকৃত মেধাবীদের খুঁজে বের করছে ইডিইউ’
পরবর্তী নিবন্ধ২০ লাখ উপকারভোগীর ভাতা যাবে বিকাশে