আলকরণে বাসা থেকে ১৬ টিয়া ও ৯ শালিক উদ্ধার, গ্রেপ্তার ৩

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

নগরীর আলকরণ এলাকার একটি বাসা থেকে ১৬টি টিয়া ও ৯টি শালিক উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে। গ্রেপ্তার তিনজন হলেন হোসেন মিন্টু (৪৫), তার স্ত্রী রানি আক্তার (৩০) ও সহযোগী হৃদয় (৩০)

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, আলকরণ ৩ নম্বর গলিতে মিন্টুর বাসা থেকে ১৬টি টিয়া পাখি ও ৯টি শালিক উদ্ধার করা হয়। পাখিগুলো বিক্রি করতে নেওয়ার সময় মিন্টু ও হৃদয়কে হাতেনাতে ধরা হয়। তারা বিভিন্ন এলাকা থেকে এসব পাখি এনে চট্টগ্রামে বিক্রি করেন। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। খবর বিডিনিউজের।

তিনি বলেন, পাখিগুলো ডুলাহাজারা সাফারি পার্কে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। তারপর প্রকৃতিকে উন্মুক্ত করা হবে। এর আগে গত মঙ্গলবার নগরীর অলংকার বাস স্টেশন এলাকা থেকে ৫টি টিয়া পাখিসহ বাসের একজন সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাড়ি ফিরলেন টেকনাফে অপহৃত ৭ জন
পরবর্তী নিবন্ধভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না : অর্থ উপদেষ্টা