আর লুকোচুরি নয়, হলিউডের গায়িকা প্রেমিকা কেটি পেরিকে নিয়ে প্রকাশ্যে ঘুরছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গেল ২৫ অক্টোবর কেটি পেরির জন্মদিনে তাকে নিয়ে প্যারিসের রাস্তায় ঘুরতে বেরিয়েছিলেন ট্রুডো। দুজনকে সেদিন হাত ধরাধরি করে হাঁটতে দেখা গেছে। এছাড়া জন্মদিনের সন্ধ্যায় পেরিকে নিয়ে ক্রেজি হর্স প্যারিস নামের এক থিয়েটারে যান ট্রুডো। সেখানে দুজনে ক্যাবারে শো উপভোগ করেন। সেখান থেকে বের হওয়ার সময় আলোকচিত্রীদের ক্যামেরারয় ধরা পড়েন পেরি ও ট্রুডো। ভিড় ঠেলে সামনে এগিয়ে এক ভক্ত গায়িকার হাতে গোলাপ ফুলের তোড়া তুলে দিয়ে জন্মদিনের শুভেচ্ছাও জানান। ভক্ত ও সংবাদিকদের ভিড় থেকে বাঁচতে পেরিকে আগলে নিয়ে গাড়িতে তুলে দেন ট্রুডো। পুরোটা সময় তারা একে অপরের হাত ধরেছিলেন। খবর বিডিনিউজের। চলতি মাসের মাঝামাঝি পেরি ও ট্রুডোর প্রেমের খবর ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে পেরি ও ট্রুডোর পরস্পরকে আলিঙ্গন করে চুম্বন করার ছবি প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
ট্রুডো–পেরির প্রেমের গুঞ্জন ওঠে গত জুলাইয়ে। ওই সময় একদিন তারা মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গিয়েছিলেন। এর কিছুদিন পরই দুজনকে মাউন্ট রয়্যাল পার্কে হাঁটতে দেখা যায়। পরবর্তী সময়ে পেরির কানাডায় অনুষ্ঠিত ‘লাইফটাইমস’ ট্যুরের দর্শক সারিতেও উপস্থিত ছিলেন ট্রুডো। ওই সময় কয়েকটি সংবাদমাধ্যম লিখেছিল, পেরি ও ট্রুডো প্রেমের প্রাথমিক স্তরে আছেন।
অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে গেল জুনে দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টানেন পেরি। পেরি–ব্লুমের ৫ বছর বয়সী এক কন্যাসন্তান ডেইজি ডাভ আছেন। আর ট্রুডো ও সোফি গ্রেগোয়ারের মধ্যে বিচ্ছেদ হয়েছে ২০২৩ সালে। তাদের ১৮ বছর সংসারে তিন সন্তান জেভিয়ার (১৭), এলা–গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।












