বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি আসনে আমাদের প্রার্থী থাকবে। সামনের নির্বাচনে কোন ছাড় দেয়া হবে না। গত ১৬ বছরে অনেক পাতানো নির্বাচন দেখেছেন। এবার আর কোনো পাতানো নির্বাচন বাংলাদেশ দেখবে না।
গতকাল শনিবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া কলেজ মাঠে ৩১ দফা বাস্তবায়নে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, রাঙ্গুনিয়ায় এসেছি, আপনাদের কাছে কিছু না কিছু চাইবো। আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী সবসময় বলতো, এই রাঙ্গুনিয়ার মানুষের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। অনেক ভালবাসা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে একটা জিনিস চাইবো। বিএনপির মধ্যে যেনো আর কোন গ্রুপিং না হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি পরিবার। পরিবারের সবাই যখন একসাথে থাকে, ততক্ষণ তারা মজবুত থাকে। আপনারা সকলেই একসাথে থাকবেন। তাহলেই রাঙ্গুনিয়া আসন থেকে বিএনপির একজন সদস্যকে সাংসদ হিসেবে পাবো।
রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মুহাম্মদ শওকত আলী নূর। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপি সদস্য অধ্যাপক মুহাম্মদ মহসিন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ ফজলুল হক মিনা, সাবেক পৌর মেয়র নুরুল আমিন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ সিকদার, খোরশেদ আলম, রাঙ্গুনিয়া পৌরসভার যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন শাহ, মো. মসিউদ্দৌলা, একতিয়ার হোসেন, ওয়াকিল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. হোসেন, উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ভিপি আনছুর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশফাকুল হক ফারুক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর প্রমুখ।