গণ অধিকার চর্চা কেন্দ্র ও জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক পথসভা গত ৫ সেপ্টেম্বর নগরীর সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রির হাটে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আইনুল আলম ডিউক। আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা.মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন এজহার মিয়া, মশিউর রহমান খান, সিন্সন ভৌমিক, জানে আলম, এম নুরুল হুদা চৌধুরী, ইয়াছিন নিজামী, মো. নিজাম উদ্দিন, এম কাইছার উদ্দীন,আতুকুল রহমান জিতু, ইয়াসিন জামিন, নুরুল কাদের প্রমুখ।
বক্তারা বলেন, আর কত প্রাণ গেলে আমাদের হুঁশ হবে? মানুষকে বাঁচাতে সচেতনতার বিকল্প নেই। তারা সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা বৃদ্ধির দাবি জানান। বক্তারা আরো বলেন, পতেঙ্গাবাসীর দীর্ঘদিনের দাবি, কাটঘড়, পতেঙ্গা, ইপিজেড, বন্দর এলাকার কোনো জরুরি রোগীকে চমেক হাসপাতাল অথবা আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিতে পথেই প্রাণ হারায়। জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র বন্দর, ইপিজেড, পতেঙ্গা। অথচ লক্ষ লক্ষ মানুষ মানুষের জন্য এ বিশাল অঞ্চলে কোনো বড় সরকারি হাসপাতাল নেই। তাই অবিলম্বে এ অঞ্চলে ৩০০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের দাবি জানান তারা।
বক্তারা ডেঙ্গু থেকে মানুষকে বাঁচাতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করার দাবি জানান। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার লালখান বাজারের বাঘগোনা রোড়ে সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হবে। কাল শুক্রবার বিকাল ৫টায় রাজা পুকুর পাড়, কাটগড় ও পতেঙ্গায় সমাবেশ ও পদযাত্রা হবে। প্রেস বিজ্ঞপ্তি।