ছয় বছর আগে বিয়ে। কোনো সন্তান-সন্ততি হয়নি। এ জন্য নিয়মিত দৌড়াতে হয় ক্লিনিক-চেম্বারে। এদিনও উত্তর কাট্টলীর স্কুল থেকে ওয়াসা মোড়ের এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন শিক্ষিকা সখিনা ফাতেমী। চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ শেষে ফোন দেন ইঞ্জিনিয়ার স্বামী মো. ইকবাল চৌধুরীকে। ফোন পেয়ে নিজের মোটরসাইল নিয়ে চলে আসেন সেখানে। পরে স্ত্রীকে পেছনের সিটে বসিয়ে রওনা দেন পূর্ব ফিরোজশাহ’র বাসার উদ্দেশ্যে। সারাদিনের রোজা শেষে ফাতেমীর বাবার পরিবারের সঙ্গে ইফতার করার কথা ছিল তাদের। কিন্তু তার আগেই সব শেষ। তারা আর বাড়ি ফিরতে পারেননি। ঘাতক ট্রাকের ধাক্কায় পাড়ি জমান পরপারে। গতকাল বিকেল ৫টায় নগরীর ইস্পাহানী মোড়ের পিটস্টপ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সখিনা ফাতেমী পূর্ব ফিরোজশাহ কলোনির মাওলানা সুলতান আহমদ নিজামীর বাড়ির সুলতান আহমেদ নিজামীর মেয়ে। আগে অন্য একটি এলাকায় থাকলেও দুই মাস আগে ইকবাল-ফাতেমী বাবার বাড়ির পাশের একটি ভবনের নিচ তলায় উঠেন। সেখানেই সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন তারা।
ফাতেমীর পরিবারের ভাষ্য, আজকে (গতকাল) তাদের সঙ্গেই ইকবাল-ফাতেমীর ইফতার করার কথা ছিল। সেই মত চলছিল ইফতারের আয়োজনও। এর মধ্যে খবর আসে, তারা আর বেঁচে নেই। ফাতেমীর বোন রোখসানা পারভীন আজাদীকে কান্না বিজড়িত কণ্ঠে বলেন, আমাদের বাসায় ওদের ইফতার করার কথা ছিল। সে জন্য আমরা ইফতার তৈরির কাজ করছিলাম। কিন্তু আমার বোনটি স্বামীকে নিয়ে আর ইফতার করতে পারল না।