অস্ত্রবিরতি মেনে চলতে আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। ১৭ অক্টোবর আজারবাইজানের দ্বিতীয় নগরী গাঞ্জার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ১৩ জন প্রাণ হারানোর প্রসঙ্গ টেনে গুতেরেস এ নিন্দা জানান। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। এরইমধ্যে সংঘাতে কয়েক শ’ মানুষের প্রাণহানি হয়েছে। সংঘাত নিরসনে প্রথম দফার অস্ত্রবিরতি ব্যর্থ হওয়ার পর শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাত থেকে নতুন অস্ত্রবিরতি কার্যকরের কথা ছিল। তবে আর্মেনিয়া ও আজারবাইজান একে অপরের বিরুদ্ধে সে যুদ্ধবিরতিও লঙ্ঘনের অভিযোগ এনেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারেক এক বিবৃতিতে বলেন, ‘গাঞ্জা শহরের হামলায় শিশুসহ যে সকল বেসামরিক লোক মারা গেছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জনবসতিপূর্ণ যেকোনও এলাকাতেই নির্বিচার হামলা অগ্রহণযোগ্য।’বিবৃতিতে আরও বলা হয়, মহাসচিব ১৮ অক্টোবর শুরু হওয়া নতুন অস্ত্রবিরতি উভয়পক্ষকে মেনে চলার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি অবিলম্বে বাস্তবসম্মত আলোচনা পুনরায় শুরু করারও আহ্বান জানান।