বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা কাজ করছে তা সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। বিশেষত প্রবীন জনগোষ্ঠীকে সমাজে সম্মানজনক হিসেবে বিবেচনা করার জন্য মমতার প্রবীন কর্মসূচি অত্যন্ত ইতিবাচক ও মানব কল্যানমূখী। তিনি বলেন, সরকার প্রবীনদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। চন্দনাইশ বরকল ইউনিয়নে আর্ন্তজাতিক প্রবীন দিবস উপলক্ষে শুক্রবার কানাইমাদারী ড. অলি আহম্মদ বীরবিক্রম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী একথা বলেন। ‘পরিবর্তিত বিশ্বে প্রবীন ব্যক্তির সহনশীলতা’ এই প্রতিপাদ্যে আর্ন্তজাতিক প্রবীন দিবস পালন উপলক্ষে মমতা’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রবীনদের অংশগ্রহনে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান, পরিপোষক ভাতা বিতরণ পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত হয়। কর্মসূচির ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ।
উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিম চৌধুরী। বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সুমন বড়ুয়া, প্রকৌশলী আজিম মোহাম্মদ, প্রধান শিক্ষক মিন্টু কুমার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে শারিরীক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করেন প্রধান অতিথিসহ মমতা কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।