আর্থিক লেনদেনের সুযোগ আসছে টুইটারে

| শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩১ পূর্বাহ্ণ

অনুসারীদের সঙ্গে অর্থ লেনদেনের সুযোগ করে দিতে চাইছে টুইটার। নতুন ফিচারের মাধ্যমে অনুসারীদের কাছ থেকে টিপস বা তাদের সঙ্গে ডিজিটাল লেনদেনের সুযোগ করে দিতে পারে মাইক্রোব্লগিং সাইটটি। টুইটার প্রধান নির্বাহী জ্যাক ডরসি বুধবার এ ব্যাপারে জানিয়েছেন বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। তিনি জানান, এ পন্থায় একদিকে টুইটারের আয় বাড়বে। অন্যদিকে, টুইটারের (দৈনিক) ১৯ কোটি ২০ লাখ সক্রিয় ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ বাড়বে। ‘প্রথমে আমাদের তাদের আর্থিক সুবিধার প্রতি মনোযোগ দিতে হবে যারা টুইটারে ভূমিকা রাখছেন।’ ‘গোল্ডম্যান স্যাকস টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট কনফারেন্সে’ বলেছেন ডরসি।
তিনি আরও জানান, ব্যবহারকারী টিপস এবং সাবস্ক্রিপশনের মতো নতুন ফিচার প্রতিষ্ঠানকে আয়ের বেলায় বৈচিত্র্য আনতে সহায়তা করবে। বর্তমানে টুইটার শুধু বিজ্ঞাপনী আয়ের উপর নির্ভরশীল। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিসিএ সেক্রেটারি কাপ ক্রিকেটে তিনটি ম্যাচ সম্পন্ন
পরবর্তী নিবন্ধনামাজ নিয়ে অভিযোগ করায় কোচের পদ ছাড়লেন ওয়াসিম