আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট, লায়ন্স ক্লাব অব চিটাগং এপেঙ ও লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট এলিটের যৌথ উদ্যোগে রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও রাউজান থেকে আগত ৩টি হেফজখানার এতিম শিশু ও দুস্থ পরিবারদের মাঝে খাদ্যসামগ্রী, পাঞ্জাবির কাপড়, লুঙ্গি, টুপি বিতরণ করা হয়। চন্দনপুরা গুলএজার বেগম স্কুলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন উত্তম কুমার, গাইডিং লায়ন ও ডিস্ট্রিক কো-চেয়ারপার্সন লায়ন মো. আশিকুল আলম আশিক, লায়ন মো. কাজী ইমাম হোসেন, লায়ন মো. ইসমাইল, লায়ন ইমদাদুল ইসলাম চৌধুরী, লায়ন নাজমুল হক, লায়ন শাহিনুর মাহমুদ, লায়ন একে এম মহিউদ্দিন আহমেদ, লায়ন কামরুজ্জামান, লায়ন সোনিয়া, লায়ন জমির, লায়ন তাহমিনা, লিও বোরহান, লিও ইপা, লিও তাওসিফ শাহরিয়ার প্রমুখ। প্রধান অতিথি বলেন, শিক্ষা, চিকিৎসা ও আর্ত মানবতার কল্যাণে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে লায়ন্স ক্লাবগুলো ভূমিকা রেখে যাচ্ছে। এই করোনা মহামারীতে লায়নরা নিরলসভাবে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।