নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসতে হবে। রক্তদান কর্মসূচি সমাজের শান্তি প্রতিষ্ঠায় এবং মানুষের জীবন বাঁচাতে অনবদ্য ভূমিকা রাখে। গতকাল সোমবার চট্টগ্রাম দরবারে ১৯তম মহাত্মা সম্মেলন উপলক্ষে ফ্রি খতনা ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সহযোগিতায় বোয়ালখালীতে অনুষ্ঠানে এদিন প্রায় শতাধিক আশেকানে মাইজভাণ্ডারী ও রাহে ভাণ্ডারী স্বপ্রণোদিত হয়ে মানবতার সেবায় রক্তদান করেন। সাজ্জাদানশীন ও মহাত্মা সম্মেলনের উদ্যোক্তা আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহর সভাপতিত্বে এসময় বিভিন্ন দরবারের সুফী সাধক, ব্যক্তিবর্গ, রাহে ভাণ্ডারের অনুসারীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল রাহে ভাণ্ডার এনোবল অ্যাওয়ার্ড প্রদান, মহাত্মাদের আলোচনা সভা ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।