রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চিটাগাংয়ের ৪১ম অভিষেক অনুষ্ঠান গত ৮ নভেম্বর নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আফিয়া খাতুন মিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন। তিনি বলেন, আর্তমানবতার সেবায় রোটারির ভূমিকা অনন্য।
স্বাস্থ্যসেবা, সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটেশনসহ নানা ভালো উদ্যোগ গ্রহণ করে রোটারিয়ানরা মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। অভিষেক চেয়ার রোটারিয়ান পিপি মোখলেসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পিডিজি এম এ আউয়াল, রোটারিয়ান ডা. ইমরান বিন ইউনুস, পিডিজি প্রফেসর ড. তৈয়ব চৌধুরী, পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী, রোটারিয়ান প্রফেসর এম নাসিরুদ্দিন মজুমদার, রোটারিয়ান আজিজুল বারী চৌধুরী জিন্নাহ, রোটারিয়ান মাহফুজুল হক, রোটারিয়ান প্রফেসর ড. এ এফ ইমাম আলি, রোটারিয়ান প্রফেসর জসীম উদ্দিন খান, রোটারিয়ান শহীদুল হক, রোটারিয়ান পিপি রুহেলা খান চৌধুরী, পিপি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, রোটারিয়ান ডা. মাইনুল ইসলাম মাহমুদ, সদ্য অতীত সেক্রেটারি সাজেদা বেগম চৌধুরী, পিপি এস কে আজিম পিন্ট,ু অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো অর্ডিনেটর রিপসা, রোটারিয়ান কেরামত উল আজিম, রোটারিয়ার রেজাউল করিম, রোটারিয়ান এস এম মুহিদুল হক, রোটারিয়ান মোহাম্মদ এমদাদুর রহমান, মো. নজরুল ইসলাম নান্টু, রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান উজ্জ্বল বড়ুয়া। শেষে ক্লাবের সার্ভিস প্রোজেক্ট– আত্মকর্মসংস্থান প্রকল্পে সাবলম্বী হওয়ার জন্য একজন নারীকে একটি সেলাই মেশিন ও বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












