আর্তমানবতার সেবায় আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

জনকল্যাণমূলক সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম নিয়মিত সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে অদ্যবধি সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবহন সেবা দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ২২টি মৃতদেহ পরিবহন সেবা দেওয়া হয়েছে। ৩টি মৃতদেহ আত্মীয় স্বজনের ইচ্ছা অনুযায়ী নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে।

গত ৬ জুন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম অফিসে বিশেষ সভায় নিহত ও আহতদের জন্য মহান রাব্বুল আলামীনের কাছে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংস্থার কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ- সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, চেয়ারম্যান টেকনিক্যাল কমিটি প্রকেীশলী মোহাম্মদ আসাদ উল্লাহ, র্নিবাহী সদস্য হরমুজ শাহ বেলাল, নির্বাহী সদস্য ওসমান গনি, আজীবন সদস্য সাজেদুল হক হাসান। সভায় দুর্ঘটনায় আহত প্রত্যেককে সম্পূণ চিকিৎসা খরচ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। নিহতদের মধ্যে কোন বেওয়ারিশ থাকলে দাফন-কাফনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাজেটে শিক্ষায় বরাদ্দ কমানো নিয়ে প্রশ্ন
পরবর্তী নিবন্ধগ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করলে গণ আন্দোলন