ঘরে পানি বাইরে পানি
সব খানেতে পানি থই থই থই,
জীবণ মোদের দুর্বিষহ
আশার আলো দেখছি কই?
ঘর–বাড়ি, স্কুল–কলেজ
হাসপাতাল পানিতে একাকার,
জন জীবন বিপর্যস্ত
কেউ কী নেই তা দেখার?
পানিতে টুইটুম্বর, সয়লাব
প্রাচ্যের রাণী চাঁটগা শহর,
ঘরের মাঝে কোমর পানি
রাস্তায় চলে নৌকার বহর।
রাস্তা–ঘাটের করুণ দশা
গাড়ি উল্টায় গর্তে পড়ে,
শিশু, বৃদ্ধ, পথচারী
নালায় পড়ে ডুবে মরে।