আর্টেমিস-২ মিশন : ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১২:১৩ অপরাহ্ণ

দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর চাঁদে আবারও মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু করেছে নাসা। এ উপলক্ষে শনিবার সংস্থাটি তাদের বিশাল এসএলএস রকেট এবং ওরিয়ন মহাকাশযানকে উৎক্ষেপণ মঞ্চে (লঞ্চ প্যাড) নিয়ে এসেছে। মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার এই ঐতিহাসিক মিশনের নাম দেওয়া হয়েছে আর্টেমিস২। কেনেডি স্পেস সেন্টার থেকে এএফপি খবর জানায়। প্রায় ১২ ঘণ্টা সময় নিয়ে করা এই স্থানান্তরের ফলে নাসা তাদের পরবর্তী ধাপের পরীক্ষাগুলো শুরু করতে পারবে। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ ফেব্রুয়ারি শক্তিশালী রকেটটি চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিতে পারে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং থেকে বিশাল কমলা ও সাদা রঙের এসএলএস রকেট এবং ওরিয়ন যানটি ধীরে ধীরে বের করা হয়। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে সাড়ে ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেটিকে ৩৯বি লঞ্চ প্যাডে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় সফল হলে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তিন মার্কিন ও এক কানাডীয় নভোচারী চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবেন।

পূর্ববর্তী নিবন্ধগ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি অগ্রহণযোগ্য : ইউরোপীয় নেতারা
পরবর্তী নিবন্ধট্রাম্পের বোর্ড অব পিসের সদস্য হওয়ার আমন্ত্রণ পেলেন একাধিক বিশ্ব নেতা