আর্টিলারি মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা গত মঙ্গলবার আর্টিলারি মোড়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হালিশহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, ব্যবসায় অতিরিক্ত মুনাফা সৎ ব্যবসায়ীদের কাজ নয়। অসৎ ব্যবসায়ীরাই অতিরিক্ত মুনাফা করেন। যার কারণে বাজার অস্থির হয়ে ওঠে। পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। তিনি ব্যবসা করে শুধু মুনাফা অর্জন করা নয়; সমাজের উন্নয়নেও ব্যবসায়ীদের অবদান রাখার আহ্বান জানান। সভায় প্রধান বক্তা ছিলেন ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী সোহরাব হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ডা. বাদল কান্তি দেবনাথ ও হাফুসের ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হোসেন। মো. আব্দুল গফুরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মো. দেলোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।