চট্টগ্রাম নগরীর পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় খুলশী থানা পুলিশের হাতে গ্রেফতার মোঃ লিটন (২১) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
সোমবার (৪ নভেম্বর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে গ্রেফতার লিটন। তাকে এর আগের রাতে আটক করা হয়।
গ্রেফতার মোঃ লিটন নোয়াখালী জেলার চর জব্বার থানাধীন জনতা বাজার সোহাগ চৌধুরী গ্রামের মোঃ নেছার উদ্দিনের ছেলে। সে বর্তমানে নগরীর খুলশী এলাকার সেন্ট গ্রেগরিস উচ্চ বিদ্যালয়ের পিছনে (গির্জা স্কুল), রশিদের ভাড়া ঘরে থাকে।
থানা সূত্রে জানা যায়, পাহাড়তলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার অভিযানে গত নভেম্বরের ৩০ তারিখ রাত ১টার দিকে পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনার সাথে জড়িত মোঃ লিটনকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে খুলশী থানার ওসি রুবেল হাওলাদার দৈনিক আজাদীকে বলেন, ধৃত আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে।