আর্জেন্টিনায় ফিরেছে ম্যারাডোনার জার্সি

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

সাধারণত ম্যাচ শেষে খেলোয়াড়দের জার্সি বদল করতে দেখা যায়। ১৯৮৬ সালের মেঙিকো বিশ্বকাপের ফাইনালে লোথার মাথেউস বিরতির সময়ই দিয়েগো ম্যারাডোনার সঙ্গে জার্সি বদল করেছিলেন। সেই ঐতিহাসিক জার্সি এবার আর্জেন্টিনাকে ফিরিয়ে দিলেন তিনি। কিংবদন্তির জার্সি ঘরে ফেরাটা উদযাপন করছে আর্জেন্টিনা। মাথেউসকে কৃতজ্ঞতাও জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

৩৬ বছর আগে মেঙিকোর আজতেকা স্টেডিয়ামের সেই ফাইনালে জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় এবং সবশেষ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ওই আসরে কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে জার্সি পরে খেলেছিলেন ম্যারাডোনা, ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলটি করেছিলেন, সেটি এ বছরের শুরুতে নিলামে বিক্রি হয়েছে ৭১ লাখ পাউন্ডে। জার্সিটি নিলামে তুলেছিলেন সাবেক ইংলিশ মিডফিল্ডার স্টিভ হজ। মাথেউসের সামনেও সুযোগ ছিল ম্যারাডোনার জার্সি নিলামে তোলার। কিন্তু এই জার্মান কিংবদন্তি বলেছিলেন, ম্যারাডোনার জার্সি বিকিয়ে পকেট ভারি করার কথা কখনও ভাবেননি তিনি।

স্পেনের রাজধানী মাদ্রিদে আর্জেন্টিনার দূতাবাসে এক অনুষ্ঠানে দেশটির মানুষের জন্য জার্সিটি গত অগাস্টেই দিয়েছিলেন ম্যাথিউস। সেসময় স্মৃতিচারণ করেছিলেন ২০২০ সালে না ফেরার দেশে পাড়ি জমানো ম্যারাডোনাকে। ‘আর্জেন্টিনায় দিয়েগো একজন ইশ্বর এবং এ কারণে তাদেরকে এই জার্সি ফিরিয়ে দেওয়াটা বিশেষ কিছু। এটা ভীষণ কষ্টের যে সে আজ আমাদের মাঝে নেই। দিয়েগো আমাদের হৃদয়ে সবসময় থাকবে।’ ২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকে পাড়ি জমান ম্যারাডোনা। আর্জেন্টিনায় পাঠানোর আগে জার্সিটি রাখা হয়েছিল মাদ্রিদের লেজেন্ডস জাদুঘরে; এখানে ফুটবলের ঐতিহাসিক স্মারণকগুলো প্রদর্শন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকঠিন স্বপ্নের পথে ধীরে এগুতে চান শ্রীরাম
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস