আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী কোচ মেনোত্তি আর নেই

| মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন থাকা অবস্থায় মারা গেলেন দেশটিকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তি। ১৯৭৮ সালে ঘরের মাঠে তার অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, সেটিই ছিল তাদের প্রথম বিশ্বকাপ। ওই টুর্নামেন্টের ফাইনালে নেদারল্যান্ডসকে ৩১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বলেছে, ‘খুবই দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি আর্জেন্টিনার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন কোচ সিজার লুইস মেনোত্তি মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে সন্ত্রাসী হামলার হুমকি
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগের খেলা হয়নি