আর্জেন্টিনার জয়ের দিনে ব্রাজিলের হার

| বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ২০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে দুইটি গোলই আসে মেসির পা থেকে। ম্যাচের ৩২ মিনিটে পাল্টা আক্রমণ করে এগিয়ে যায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে নিকো গনসালেসকে বল বাড়ান এনসো ফের্নান্দেস। আর গনসালেসের কাটব্যাক থেকে ঠিকানা খুঁজে নেন মেসি। ৪২তম মিনিটে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ডিবঙের বাইরে থেকে দারুণ এক শটে পেরুর জাল খুঁজে নেন আর্জেন্টাইন এই অধিনায়ক। এদিকে আর্জেন্টিনার জয়ের দিনে দীর্ঘ ২২ বছর পর ব্রাজিলকে হারিয়েছে উরুগুয়ে। মন্তেভিদিওতে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ২০ ব্যবধানে হারিয়েছে উরুগুয়ে। দারউইন নুনেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দে লা ক্রুস। নেইমার এ ম্যাচে খেলেননি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা (অ-১৭) ফুটবলে পাহাড়তলী ও বন্দর দল জয়ী
পরবর্তী নিবন্ধদ্বিতীয় মেয়াদে তায়কোয়ানডো ফেডা’র সহ সভাপতি হলেন মসিউর রহমান চৌধুরী