আর্জেন্টিনার জয়ের দিনে হোঁচট খেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

বিশ্বকাপ জয়ের পর থেকে দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা। বাছাইপর্বে প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। গতকাল ঘরের মাঠে প্যারাগুয়েকে হারায় ১০ গোলে। ম্যাচের তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি পায় আলবিসেলেস্তেরা। কর্নার থেকে অসাধারণ এক ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন নিকোলাস ওতামেন্দি। ইনজুরি কাটিয়ে উঠায় এ ম্যাচে শুরুর একাদশে থাকেননি লিওনেল মেসি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন তিনি। যদিও দেখা যায়নি সেই চেনা রূপ। এই জয়ের দিনে অসাধারণ এক কীর্তি গড়েছেন এমিলিয়ানো মার্তিনেস। আর্জেন্টাইন গোলরক্ষক হিসেবে টানা সবচেয়ে বেশি মিনিট গোল হজম না করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। মার্তিনেস সবশেষ গোল হজম করেছিলেন বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে। এরপর টানা ৬২২ মিনিট ক্লিনশিট ধরে রাখেন এই গোলরক্ষক। বিশ্বকাপের পর সাত ম্যাচের প্রতিটিতে জাল অক্ষত রেখেছেন মার্তিনেস। তার আগে এই রেকর্ডটি ছিল গেরমান আদ্রিয়ান রামোন বার্গোসের (৬০৬)। এদিকে ব্রাজিল হোঁচট খেয়েছে ভেনেজুয়েলার কাছে। এগিয়ে থেকেও ১১ গোলে ড্র করতে হয়েছে তাদের। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫০ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে বুলেট হেডে জাল খুঁজে নেন গাব্রিয়েল। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ৮৫ মিনিটে দারুণ এক ওভারহেড কিকে ভেনেজুয়েলাকে সমতায় ফেরান এদুয়ার্দ বেয়ো। পরে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়ে ব্রাজিলকে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে দাবা টুর্নামেন্ট শুরু