আর্জেন্টিনার কাছে হারের ফলে কোচ ফেলিক্স সানচেসকে বরখাস্ত করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ)। কোপা আমেরিকায় ভালোই ছন্দে ছিল ইকুয়েডর। শেষ চার আসরের মধ্যে এনিয়ে তৃতীয়বার কোয়ার্টার ফাইনালে উঠল তারা। কিন্তু এবার টাইব্রেকারে ৪–২ ব্যবধানে হেরে গেল আর্জেন্টিনার কাছে। প্রথমার্ধে লিসান্দ্রো মার্তিনেসের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই লিড বর্তমান চ্যাম্পিয়নরা ধরে রাখে ৯০ মিনিট পর্যন্ত। কিন্তু ইনজুরি টাইমে কেভিন রদ্রিগেসের হেডে সমতায় ফিরে ইকুয়েডর। ১–১ গোলে দুই দল অবিচ্ছিন্ন থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম দুই শটই মিস করে বসে ইকুয়েডর। দুটি শটই ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তাই পরে দুই গোল করলেও সেমিফাইনালে আর ওঠা হয়নি ইকুয়েডরের। তাই ম্যাচের পরপরই বরখাস্তের খবর শোনেন সানচেস। গত বছরের মার্চেই ইকুয়েডরের সঙ্গে চার বছরের চুক্তি করেন তিনি। কিন্তু তা টিকল না দেড় বছরও। এক বিবৃতিতে এফইএফ জানায়, ‘ফেলিঙ ও তার কোচিং স্টাফকে তাদের কাজ ও পেশাদারিত্বের জন্য ধন্যবাদ এবং ভবিষ্যত সফলতার জন্য শুভকামনা জানাই।












