আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োর হয়ে দারুণ অভিষেক হয়েছে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অভিষেক ম্যাচেই। আর গোল করে অভিষেক ম্যাচ রাঙান জামাল। এমন অভিষেকের পর উচ্ছ্বসিত জামাল বলেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে দল তিন পয়েন্ট পেয়েছে। আমি গোল করেছি, ভালো লাগছে।’