আর্জেন্টিনাকে হারিয়ে উইমেন’স কোপার ফাইনালে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

উইমেন’স কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা। প্রথম সেমিফাইনালে সোমবার ৫৪ গোলে জয়লাভ করে কলম্বিয়া। মূল ম্যাচে জালের দেখা পায়নি কোনো দলই। পরে রোমাঞ্চ ছড়ায় পেনাল্টি শুটআউটে। পাউলিনা গ্রামালিয়ার শট ঠেকিয়ে কলম্বিয়ার আশা জাগান গোলরক্ষক কাথেরিনে তাপিয়া। কিন্তু মাইরা রামিরেসের শট ক্রসবারে লাগলে বেঁচে থাকে আর্জেন্টিনার সম্ভাবনা। ষষ্ঠ শটে কলম্বিয়ার ওয়েন্দি বনিয়া জালের দেখা পেলে চাপে পড়ে যায় আর্জেন্টিনা। এরপর এলিয়ানা স্তবিলের শট বারে লেগে ব্যর্থ হলে শেষ হয়ে যায় তাদের আশা। ফাইনালে ওঠার পাশাপাশি লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। ব্রাজিল ও উরুগুয়ের মধ্যে অপর সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে তারা।

পূর্ববর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিরল রেকর্ড অস্ট্রেলিয়ার
পরবর্তী নিবন্ধজাতীয় উশু চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দলের সাফল্য