‘আর্জেন্টিনা’কে মারল ‘ব্রাজিল’

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ৯:৫৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার জয় নিয়ে উল্লাস করায় এক সমর্থককে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন ব্রাজিল সমর্থকরা। গত রোববার দিবাগত রাতে উপজেলার শামলাপুর ইউনিয়নে জেএম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আর্জেন্টাইন সমর্থকের নাম ইসমাইল। তিনি মহেশখালী জেএম ঘাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কঙবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, রোববার রাতে স্থানীয় বাজারে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার আয়োজন করা হয়। খেলার প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে দলটির সমর্থকরা উল্লাস করতে থাকেন।

ফাইনাল খেলায় ফ্রান্সের সমর্থন দেয়ায় ব্রাজিল সমর্থকরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে। খেলার দ্বিতীয়ার্ধে ফ্রান্স দুই গোল দিলে ব্রাজিলের সমর্থকরা আবারও সেখানে হাজির হয়ে উল্লাস করতে থাকেন। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরে টাইব্রেকারে আর্জেন্টিনা জয়লাভ করলে দলটির সমর্থকরা আনন্দ উল্লাস শুরু করে। এ সময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের সমর্থকের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় ব্রাজিলের সমর্থকরা গিয়াস উদ্দিনকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

কক্সবাজার মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির রক্ত বমি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী গণমাধ্যমকে জানান, ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মাঝে সংঘর্ষের খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন গুরুতর আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভুয়া নামে জমি বেচাকেনা ও ভূমি কর ফাঁকি রোধে সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধরাঙামাটির রাজস্থলীতে আজ ও কাল হরতাল