আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

| বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পল্টনের ভলিবল স্টেডিয়ামে মঙ্গলবার ‘এ’ গ্রুপের একপেশে ম্যাচে আর্জেন্টিনাকে ৭২২৩ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধেই ৪৪৮ পয়েন্টে এগিয়ে ম্যাচে চালকের আসনে বসে গত দুই আসরের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও দৃশ্যপটে কোনো বদল আনতে পারেনি আর্জেন্টিনা। আরেকটি বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।

নিজেদের প্রথম ম্যাচে ইরাকের কাছে ৫৬২৮ পয়েন্টে হেরেছিল আর্জেন্টিনা। গত কাবাডি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৮০৮ পয়েন্টে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এর আগে পোল্যান্ডকে ৫০২২ পয়েন্টে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে দল।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগে ইয়ং স্টার ব্লুজের জয়লাভ
পরবর্তী নিবন্ধজিপিএইচ গলফ টুর্নামেন্ট সম্পন্ন