আর্চার সাগরকে ঘিরে বাংলাদেশের আশা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৬ জুলাই, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

এবারের অলিম্পিক গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশের পাঁচজন ক্রীড়াবিদ। এই পাঁচজন ক্রীড়াবিদের মধ্যে প্যারিস অলিম্পিকে যোগ্যতার বিচারে অংশ নিচ্ছেন একমাত্র আর্চার সাগর ইসলাম। বাকিরা অংশ নিচ্ছে ওয়ার্ল্ড কার্ড নিয়ে। যোগ্যতার বিচারে আর্চার সাগর ইসলাম অংশ নিলেও পদক জয়ের কোনো সম্ভাবনা না থাকলেও সাগর ভালো পারফরম্যান্স করবেন এমন প্রত্যাশা সবার। তবে প্যারিস গিয়ে এই আর্চার ভুগছেন ঘাড়ের সমস্যায়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের ক্রীড়াবিদদের মধ্যে এবার আরচার সাগর ইসলামকে নিয়ে একটু আশাবাদী সবাই। সাগর প্রসঙ্গে তার জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেছেন তিনদিন ধরে প্যারিসে আছি। অনুশীলন করে যাচ্ছি। এখানে অনুশীলন সুবিধা ভালো। আগে এসে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সব মিলিয়ে কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছেন সাগর। এখানে বাতাস বেশি। আমাদের জন্য কিছুটা প্রতিকূল। চেষ্টা চলছে সব প্রতিকূলতা কাটিয়ে ভালো কিছু করার। সাগরের ঘাড়ের সমস্যা প্রসঙ্গে কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, তিনদিন আগে থেকে সাগরের ঘাড়ে সমস্যা। থেরাপি চলছে। আমরা সবাই সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।

গত জুনের মাঝামাঝি তুরস্কের আন্তালিয়াতে ২০২৪ ওয়ার্ল্ড কোয়ালিফিকেশন টুর্নামেন্ট আর্চারির পুরুষ রিকার্ভ এককের সেমিফাইনালে উঠে সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন সাগর। তুরস্কের ওই আসরে দারুণ প্রাপ্তির হাতছানি ছিল কোয়ার্টারফাইনালে ৬৬০ স্কোর করা সাগরের সামনে। কিন্তু পারেননি তিনি। ফাইনালে হেরে পেয়েছিলেন রুপা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটিই ছিল সাগরের ব্যক্তিগত ইভেন্টে প্রথম পদক। অনেক চড়াইউৎরাই পেরিয়ে এত দূর আসা সাগর আন্তালিয়ার সুর প্যারিসে টেনে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। এদিকে আজ শুক্রবার রাতে প্যারিস অলিম্পিক গেমসের মার্চপাস্টে জাতীয় পতাকা থাকবে এই আরচার সাগর ইসলামের হাতে। যোগ্যতা অর্জন করে গেমসের একমাত্র ক্রীড়াবিদ হওয়ায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সাগরকে এ সম্মান দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২৯ জুলাই থেকে চালু হচ্ছে ওএমএস কার্যক্রম
পরবর্তী নিবন্ধ৩৩ তম অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন আজ