আর্চার সাগরও বাদ পড়লেন বাছাইয়ে

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণটা কেবলই অংশ গ্রহনে থেকে যাচ্ছে। বলা যায় কেবলই ভ্রমন করতেই যেন গেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা। যার উপর সবচাইতে বেশি ভরসা ছিল সেই আর্চার সাগর ইসলামও বাছাই পর্ব উৎরাতে পারলেননা। এই সাগরই কেবল যোগ্যতার বিচারে অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু হতাশ করলেন তিনিও। যদিও সাগর যে প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিয়েছে তার সাথে বয়সের পার্থক্য যেমন, তেমনি অভিজ্ঞতা ও বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ব্যবধানও । ইতালিয়ান আর্চার মাউরো নেসপোলির সাথে মোহাম্মদ সাগর ইসলাম লড়াইও তাই জমাতে পারলেন না। প্যারিস অলিম্পিকের আর্চারির পুরুষ রিকার্ভ এককের এলিমিশনেশন রাউন্ডের প্রথম ধাপে পথচলা থামল বাংলাদেশের এই আর্চারের। রিকার্ভ পুরুষ এককের সেরা বত্রিশে ওঠার লড়াইয়ে গতকাল বুধবার সাগর ৬০ সেট পয়েন্টে হেরেছেন লন্ডন অলিম্পিকে দলগত বিভাগে সোনা জয়ী নেসপোলির কাছে। প্রথম সেটেই শুরুটা ভালো হয়নি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ৭৩তম স্থানে থাকা সাগরের। তিন শটে যথাক্রমে ৮, , ১০ মিলিয়ে ২৭ স্কোর করেন তিনি। অন্যদিকে র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা নেসপোলি করেন ৩০।

২০১৭ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দলগত সোনা জেতা নেসপোলি দ্বিতীয় সেটও ২৭২৬ ব্যবধানে জিতে নেন জমজমাট লড়াইয়ের পর। সাগর যা একটু লড়াই জমাতে পেরেছেন এই সেটেই। তৃতীয় সেটে সাগরের শুরুটা আবারও বিবর্ণ। প্রথম শটে করেন মাত্র ৮ স্কোর। সব মিলিয়ে তিন শটে করেন ২৫ স্কোর। অন্যদিকে ইতালিয়ান প্রতিযোগী করেন ২৮ স্কোর। তাতে বিদায়ঘণ্টা বেজে যায় সাগরের। প্যারিসে র‌্যাঙ্কিং রাউন্ডেও সাদামাটা ছিলেন সাগর। ৬৫২ স্কোর করে ৬৪ প্রতিযোগীর মধ্যে ৪৫ তম হন এই আর্চার। নেসপোলি র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৭০ স্কোর গড়ে হয়েছিলেন ২০তম। গত জুনে তুরস্কের আন্তালিয়াতে হওয়া ২০২৪ ওয়ার্ল্ড কোয়ালিফিকেশন টুর্নামেন্টে আর্চারির পুরুষ রিকার্ভ এককের সেমিফাইনালে উঠে সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন সাগর। সেবার কোয়ার্টারফাইনালে গড়া ৬৬০ স্কোর সাগরের ব্যক্তিগত সেরা। র‌্যাঙ্কিং রাউন্ডে তা টপকাতে পারেননি তিনি। চমক দেখাতে পারলেন না এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপেও। এবারের আসরে বাংলাদেশের যা একটু আশা ছিল এই সাগরকে ঘিরেই। প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশের পাঁচ অ্যাথলেটের মধ্যে এ নিয়ে তিন জন বিদায় নিলেন। এর আগে সাঁতারের হিট থেকে বিদায় নেন সামিউল ইসলাম রাফি। শুটার রবিউল ইসলামের পথচলাও থামে বাছাই থেকে।

পূর্ববর্তী নিবন্ধঅলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সামনে পড়ল আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধহঠাৎ বাড়ি বিক্রি করলেন কেন সোনু নিগম