আর্চারী বিশ্বকাপের দলগত রিকার্ভে বিদায় বাংলাদেশের

| শনিবার , ২২ মে, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

আর্চারী বিশ্বকাপের রিকার্ভ মিশ্র দ্বৈতে পদক নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে পুরুষ ও মহিলা দলগত বিভাগের কোয়ার্টার-ফাইনালের আগে ছিটকে গেল বাংলাদেশের আর্চাররা। সুইজারল্যান্ডের লুজানে আর্চারি বিশ্বকাপ স্টেজ-২ এ গতকাল শুক্রবার রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত বিভাগে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। পুরুষ বিভাগে দ্বিতীয় রাউন্ডে ওঠা বাংলাদেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে যায় ৫-৪ সেট পয়েন্টে। ৪-৪ সেট পয়েন্টে সমতার পর দুই দলের তিন জন করে আর্চার একটি করে তির ছুঁড়েন। সেখানে স্পেনের স্কোর হয় ২৮। রোমান, তামিমুল ইসলাম ও রাম কৃষ্ণ সাহাকে নিয়ে গড়া বাংলাদেশ দল ২৩ স্কোর করে হেরে যায়। মেয়েদের দলগত রিকার্ভের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের কাছে বাংলাদেশ দল হেরেছে ৬-২ সেটে পয়েন্টে। দলের হয়ে খেলেন দিয়া, বিউটি রায় ও মেহেনাজ আক্তার মনিরা।

পূর্ববর্তী নিবন্ধমোস্তাফিজের কাছে আইপিএলের পারফরম্যান্স চান তামিম
পরবর্তী নিবন্ধআইপিএলের জন্য টেস্ট সূচি বদলাবে না ইংল্যান্ড