বাংলাদেশ থেকে এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন পাঁচ জন অ্যাথলেট। এরমধ্যে আর্চার সাগর ইসলামই একমাত্র সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। তাই তাকে ঘিরেই স্বপ্ন দেখছিল বাংলাদেশ। পদক জিততে না পারলেও নিজের র্যাংকিংয়ে উন্নতি করাটাই ছিল প্রধান লক্ষ্য। তাই তার দিকেই সবার নজর ছিল। কিন্তু আশা জাগাতে পারলেন না তিনি। অলিম্পিকের আর্চারি ইভেন্টের র্যাংকিং রাউন্ডের খেলা হয়েছে গতকাল । যেখানে ৬৫২ স্কোর করে ৪৫তম হয়েছেন সাগর ইসলাম। রিকার্ভ পুরুষ এককের র্যাঙ্কিং রাউন্ডে বৃহস্পতিবার ৭২টি তির ছুঁড়ে ৬৫২ স্কোর গড়েন সাগর। ৬৪ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছেন ২০২৪ ওয়ার্ল্ড কোয়ালিফিকেশন টুর্নামেন্টে পুরুষ রিকার্ভ এককে রুপা জয়ী ১৮ বছর বয়সী এই আর্চার। গত জুনের মাঝামাঝি তুরস্কের আন্তালিয়াতে ওই কোয়ালিফিকেশন টুর্নামেন্টে পুরুষ রিকার্ভ এককের সেমিফাইনালে উঠে সরাসরি অলিম্পিকসে খেলার যোগ্যতা অর্জন করেন সাগর। সেখানে কোয়ার্টার–ফাইনালে গড়া ৬৬০ স্কোর সাগরের ব্যক্তিগত সেরা। প্যারিসে র্যাঙ্কিং রাউন্ডে তা টপকাতে পারলেন না তিনি। এই ইভেন্টে ৭০২ স্কোর নিয়ে ২০১৯ সালে বিশ্ব রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের এলিসন ব্র্যাডি। ২০১৬ সালের রিও দে জেনেইরো অলিম্পিকসে ৭০০ স্কোর নিয়ে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন দক্ষিণ কোরিয়ার কিম উ জিন। দুটি রেকর্ডই অক্ষত থাকল। এবারের র্যাঙ্কিং রাউন্ডে সেরা হওয়ার পথে কিম উ জিন গড়েছেন ৬৮৬ স্কোর।
আগামী ৩০ জুলাই এলিমিনেশন রাউন্ডে খেলবেন সাগর ইসলাম। বাস্তবতার নিরিখে অলিম্পিকের স্বপ্ন অবাস্তব মনে হলেও সাগরের মনে রয়েছে প্রবল আত্মবিশ্বাস। অলিম্পিকে খেলতে যাওয়ার আগে সাগর বলেছিলেন বাস্তবতার বিচারে পদক জয় কঠিন। তবে আমি পদক জয়ের জন্যই খেলব। কারণ আমি যাদের হারিয়ে অলিম্পিকে খেলার টিকেট পেয়েছি তারা সকলেই বিশ্বমানের খেলোয়াড়। তাদের বিপক্ষেই আমার খেলতে হবে আলিম্পিকে। প্যারিসে কিছুটা অসুস্থ হয়েছিলেন সাগর। তিনদিন আগে থেকে সাগরের ঘাড়ে সমস্যা ছিল। থেরাপি চলেছে। সুস্থ অনুভব করায় খেলতে নেমেছেন তিনি।