আর্চারিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ

| শুক্রবার , ২০ মে, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

আর্চারি ওয়ার্ল্ড কাপে (স্টেজ-২) রিকার্ভ পুরুষ দলগত বিভাগের এলিমিনেশন রাউন্ডে আলো ছড়ানো বাংলাদেশ ছন্দ ধরে রাখতে পারেনি। প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে ছিটকে গেছে তারা। দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে বৃহস্পতিবার এলিমিনেশন রাউন্ডে অস্ট্রেলিয়াকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেয় বাংলাদেশ। প্রথম সেটে ৫৬-৫৫ ব্যবধানে এগিয়ে যাওয়া দল দ্বিতীয় সেট জিতে নেয় ৫৪-৫২ পয়েন্টে। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রোমান সানা ও আব্দুর রহমান আলিফে গড়া দল তৃতীয় সেটটি জেতে ৫৭-৫৪ ব্যবধানে। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ সেটে হেরে যায় বাংলাদেশ। শুরুর দুই সেট ৫৮-৫৬ ও ৫৬-৫৩ পয়েন্টে হেরে যাওয়ার পর রোমান-আলিফরা যা একটু লড়াই করে তৃতীয় সেটে; ড্র করে ৫৮-৫৮ পয়েন্টে। তবে শুরুর দুই সেট হারের মাশুল দিয়ে ছিটকে যায় তারা।

পূর্ববর্তী নিবন্ধভারতের সাবেক ক্রিকেটার সিধুর এক বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধনারী রেফারি থাকবে কাতার বিশ্বকাপে