দক্ষিণ শিকারপুরে অবস্থিত ‘আর্ক কমপ্লেক্সে’ গত ১২ সেপ্টেম্বর মৎস্য খামার উদ্বোধন করা হয়। এই মাছের খামারটি ‘আর্ক’ পুনর্বাসন কেন্দ্রে যে মাদকাসক্তরা চিকিৎসা নিচ্ছেন তাদের স্বাস্থ্যকর খাবার সরবরাহ করার জন্য উদ্বোধন করা হয়। স্থানীয় মৎস্য দফতরের সহায়তায় এবং কেন্দ্রের নিজস্ব অর্থে খামারটি চালু করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন ‘আর্ক‘ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের ফাউন্ডার পারভেজ আহমেদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর দিদারুল আলম, সায়মন আলী তুষার, মহিউদ্দিন হেনজাসহ আরও অনেকে।
এসময় পারভেজ আহমেদ বলেন, সুস্থ ও মাদক মুক্ত থাকার জন্য শারীরিকভাবে শক্তিশালী হওডা এবং ভালো মানসিকতা থাকা খুব জরুরি। এটির জন্য স্বাস্থ্যকর জীবনযাপন, ব্যায়াম এবং সঠিক পরিমাণে সুষম খাবার প্রয়োজন। সুষম ও স্বাস্থ্যকর খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল আমিষ বা প্রোটিন, যা এই মাছের খামারের মাধ্যমে চিকিৎসাধীন মানুষের জন্য তা সহজেই সরবরাহ করতে সক্ষম হবে। প্রেস বিজ্ঞপ্তি।