আর্ক-মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভিসিটি ক্যাম্পেইন

| সোমবার , ৬ জুন, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

‘মাদকাসক্তির সঙ্গে এইডস ও যক্ষা রোগের নিবিড় সম্পর্ক আছে। সুঁচ বা সিরিঞ্জের সাহায্যে মাদক গ্রহণকারীদের এইডস রোগের বাহক হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে অতিমাত্রায় বা দীর্ঘমেয়াদী মাদক নির্ভরশীলদের যক্ষা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। সুতরাং একজন মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা ও পুনর্বাসনের আওতায় আনা হলে অবশ্যই তার এ জাতীয় কোনো সমস্যা আছে কিনা তা নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়।

এরই লক্ষ্যে আর্ক- মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র প্রতি তিন মাস অন্তর চিকিৎসা নিতে আসা রোগীদের যক্ষা ও এইচআইভি টেস্টের ব্যবস্থা করে। আর্ক প্রাঙ্গনেই হয় দিনব্যাপী ভিসিটি ক্যাম্পেইন। এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করে আশার আলো সোসাইটি। তারই ধারাবাহিকতায় গতকাল রোববার সকাল ১১টা থেকে আর্ক ও আশার আলো সোসাইটির যৌথ উদ্যোগে আর্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসা গ্রহণকারী রোগীদের সেবা প্রদানের উদ্দেশ্যে ভিসিটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পেইনে আশার আলো সোসাইটির পক্ষ থেকে হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ড. ইউনূসের শোক
পরবর্তী নিবন্ধবিস্ফোরণে আহতদের বিনামূল্যে পরীক্ষা এপিক হেলথ কেয়ারে