আর্কে চবি মনোবিজ্ঞান বিভাগের ফিল্ড স্টাডি ট্যুর

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগ তাদের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ১৯তম ব্যাচ ২০২৪/২৫ সেশনের শিক্ষার্থীদের জন্য আয়োজন করে অর্ধদিনব্যাপী ফিল্ড স্টাডি ট্যুর প্রোগ্রাম।

প্রায় ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে হাটহাজারী থানার পশ্চিম শিকারপুর ইউনিয়নের মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত আর্ক কম্যুনিটি ভবনে অনুষ্ঠিত এই প্রোগ্রামে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সিনিয়র এসোসিয়েট প্রফেসর ড: শাহিনুর রাহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আর্ক পুনর্বাসন কেন্দ্রের একাউন্টস ম্যানেজার জাকির হোসেন, প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম ও সাইকোলজিস্ট ফারহানা আলম আরজু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন মাদকাসক্ত ব্যাক্তি ভিন্ন ভিন্ন মানসিক রোগের ভিন্ন ভিন্ন মাত্রার সর্বোচ্চ পর্যায়ে থাকে। এদের উপর গবেষণা করলে যে ব্যবহারিক জ্ঞান অর্জিত হবে সেটা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পক্ষে অন্য কোথাও অর্জন করা সম্ভব নয়। তাই আর্কের স্টাডি ট্যুর নিশ্চিতভাবেই কার্যকর বলে তিনি মতামত দেন। এই ট্যুরের সুযোগ দেওয়ায় তিনি আর্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রোগ্রাম ম্যানেজার দিদার প্রোজেক্টরের সাহায্যে আর্ক পুনর্বাসন কেন্দ্রের প্রোগ্রাম মডিউল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন। পরবর্তীতে তিনি ও সাইকোলজিস্ট ফারহানা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রোগ্রামের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা চিকিৎসাধীন রোগীদের সাথে তাদের মাদকাসক্তির কারণ ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে খোলামেলা আলাপ করেন। প্রোগ্রাম শেষে আগত অতিথিরা আর্ক পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম ও পরিবেশের ভূয়ষী প্রশংসা করেন এবং সফলতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতে ইসলামী মহানগরী মহিলা বিভাগের সিম্পোজিয়াম
পরবর্তী নিবন্ধচারুকলা প্রাঙ্গণে ক্লাব বা বাণিজ্যিক কার্যক্রম নয়