আর্কের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মনোবিজ্ঞান বিভাগ, আর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র এবং মনোসামাজিক সহায়তা কেন্দ্র সেরেনিটির যৌথ উদ্যোগে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ৩ টি পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পশ্চিম শিকারপুরস্থ আর্ক কমপ্লেক্সে দিনব্যাপী এ কর্মশালা গুলো অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন সাইকোলজিস্ট তোফা হাকিম, চবি মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আফজাল হোসেন, অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান। কর্মশালাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে তারা বলেন, এই কর্মশালায় আমরা নতুন নতুন অনেক বিষয় শিখেছি। রাগ নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, মানসিক স্বাস্থ্য সচেতনতার মতো বিষয় সম্পর্কে জেনেছি। এধরনের কর্মশালা আরও বেশি করে হওয়া দরকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট স্কুল অ্যান্ড কলেজে ‘মহাবিশ্ব এবং সৌরজগত’ নিয়ে অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধদ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে